বর্ষায় দেখি বাংলার রূপ

বর্ষায় দেখি বাংলার রূপ

মেঘলা আকাশ। ক্ষণে ক্ষণে দমকা হাওয়া। কখনো লাল টকটকে সূর্যটাকে ঢেকে দেয় কালো মেঘের বিশালাকার খণ্ড। কখনোবা আবার প্রখর সূর্যরশ্মি। প্রকৃতির এমনই হেয়ালিপনা বলে দেয় মুষলধারার বৃষ্টির আভাস। আদি ঢাকার সন্তান হলেও বৃষ্টিবিলাসে আমার মন টানে বেশ। সেই রেশ ধরেই মোটরবাইকে ছুটে যাই ঢাকার উপকণ্ঠে ধামরাই।

১৩ জুলাই ২০২৫